তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের ওপর হামলা চালাচ্ছে। তারওপর পুলিশ তাঁদের দলীয় কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এসব অভিযোগকে সামনে রেখে সোমবার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দফতর ঘেরাও করেন বিজেপিকর্মীরা। সেখানে বিজেপি নেত্রী ভারতী ঘোষও ছিলেন। বিক্ষোভকারী বিজেপি কর্মীরা এক সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। শুরু হয় ধুন্ধুমার।
বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। বিজেপির অভিযোগ এই সময় পুলিশের পিছন থেকে তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। পাথরবর্ষণ করা হয়। এক রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। আহত হন ভারতী ঘোষও। বিজেপির জেলা নেতৃত্বের দাবি তাঁদের ৭০ জন কর্মী আহত হয়েছেন।
৭০ জন আহত বিজেপি কর্মীর মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪০ জনের প্রাথমিক শুশ্রূষা করা হয়। এদিকে ভারতী ঘোষের সামনে কাঁদানে গ্যাসের শেল ফাটে। শেল থেকে ধোঁয়া বার হতে থাকে। সেই ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন এই পুলিশের সুপারের। যিনি নিজেই এক সময় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। প্রাথমিকভাবে শ্বাসকষ্ট হলেও পরে সুস্থ হন ভারতীদেবী।