শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে বরণ করে নেওয়ার পর মঙ্গলবার তাঁকে সম্বর্ধনা দেয় রাজ্য বিজেপি। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শোভনবাবুর নাম থাকলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম ছিলনা। শোভনবাবুর বন্ধু বৈশাখীও গত ১৪ অগাস্ট শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিজেপিতে যোগ দেন। তবু তাঁকে সম্বর্ধনায় না ডাকায় রুষ্ট ছিলেন বৈশাখীদেবী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা ভুল হয়েছে। তবে শোভন-বৈশাখী তো ডাল-ভাতের মত।
মঙ্গলবার যখন সম্বর্ধনা দেওয়া হয় তখন অবশ্য শোভন চট্টোপাধ্যায়ের পাশে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। তাঁকেও সম্বর্ধনা দেওয়া হয়। তবে বৈশাখী যে দিলীপবাবু র ডাল-ভাত তত্ত্ব মেনে নিতে পারেননি তা তিনি সাফ বুঝিয়ে দেন। বলেন, তিনি একজন অধ্যাপিকা। তাঁর নিজের একটা আলাদা পরিচয় আছে। তিনি ডাল হয়ে ভাতের সঙ্গে মিশতে রাজি নন।
এদিন সম্বর্ধনায় এলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট রুষ্টই দেখিয়েছে। তাঁর মুখে সেই ছাপ যেমন স্পষ্ট ছিল। তেমন উত্তরেও তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিছুটা হলেও ক্ষুব্ধ। তবে তিনি যে এখন বিজেপিতে যোগ দিয়ে দলের কাজে করবেন তা জানাতে ভোলেননি বৈশাখীদেবী। বরং দলের তাঁকে কতটা দরকার সেটাই যে তিনি দেখতে চান সেকথা স্পষ্ট করে দিয়েছেন শোভনবাবুর বন্ধু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা