বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার সকালে লেকটাউনে চায়ে পে চর্চা করতে গিয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে পড়েন। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। চরমে ওঠে উত্তেজনা। ফলে চা শেষ করে দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান দিলীপবাবু। এভাবে দলের রাজ্য প্রধানকে গো ব্যাকের মুখে পড়তে হওয়াকে ভাল চোখে নিচ্ছে না বিজেপি। আর তা বোঝাতে শুক্রবার দুপুরে পথে নামেন দলের কর্মীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা। সবচেয়ে বড় আন্দোলনটি হয় কলকাতার অন্যতম রাজপথ সেন্ট্রাল এভিনিউতে।
সেন্ট্রাল এভিনিউয়ের পাশেই মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর কার্যালয়। তার কাছেই বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার হয়। মিছিল কলুটোলার কাছে পৌঁছে পথ অবরোধ শুরু করে। চলে স্লোগান। রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা। দ্রুত হাজির হয় পুলিশ। রাস্তা অবরোধের জেরে সেন্ট্রাল এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ প্রথমে অনুরোধ করে অবরোধ তুলে নেওয়ার জন্য। পরে জোর করেই অবরোধ তুলে দিতে একের পর এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের টেনে রাস্তার ওপর থেকে তুলে ভ্যানে তোলা হয়। রাজু বন্দ্যোপাধ্যায় নিজেও রাস্তায় বসে পড়েন। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সব মিলিয়ে হুলস্থূল পরিস্থিতি সৃষ্টি হয় শহরের অন্যতম রাজপথ সেন্ট্রাল এভিনিউতে। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।