জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারা তাঁরা করতে পেরেছেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার সাংবাদিকদের একথা জানানোর পর এদিন জিয়াগঞ্জ নিয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হল রাজ্য বিজেপি। জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। সেইসঙ্গে রাজ্যে বিজেপি কর্মীদের কী পরিস্থিতি তাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তাঁরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বেরিয়ে একথা জানান রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী ও এসএস আলুওয়ালিয়া। কৈলাস বিজয়বর্গীয় পরে জানান, তাঁরা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন জারির দাবি না জানালেও রাজ্যে বিজেপি কর্মীদের অবস্থার কথা রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে জানান। পুরো বিষয়ে তাঁর হস্তক্ষেপ চান। রাজ্যের পরিস্থিতি জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছে এই প্রতিনিধিদল।
এর আগে বিজেপি ও আরএসএস-এর তরফে দাবি করা হয়েছিল গত কয়েক সপ্তাহ ধরেই নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ আরএসএস-এর অনুষ্ঠান মিলন-এ অংশ নিচ্ছিলেন। যদিও পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ উড়িয়ে দিয়েছে। এদিন পুলিশের তরফে জানানো হয়েছে প্রতিশোধ নিতেই উৎপল বেহেরা নামে এক ব্যক্তি ওই পরিবারকে হত্যা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা