উত্তরপ্রদেশ জয়ের পর এবার বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ। সেই লক্ষ্যপূরণে যে ধরণের সাংগঠনিক প্রস্তুতি দরকার তাও নেওয়া শুরু করেছে পদ্মশিবির। হালেই রাজ্যে ঘুরে গেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। শুরু হয়েছে বুথ চলো অভিযান। ফলে রাজনৈতিক মহলের কাছে এটা পরিস্কার যে বিজেপি রাজ্যে নিজেদের ক্ষমতা বৃদ্ধিতে রীতিমত তৎপর। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, প্রায় সাড়ে ১০ হাজার বিজেপি কর্মী আগামী জুন, জুলাই মাস থেকে রাজ্যের প্রতিটি কোণায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপির প্রচার শুরু করবেন। এজন্য তাঁদের চলতি মাসে প্রশিক্ষণও দেবে দল। রাজ্যে অ্যাসিড টেস্ট হিসাবে আগামী পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করতে চায় বিজেপি। এদিন সেকথার পুনরাবৃত্তি করে দিলীপবাবু জানান, বিজেপির কাছে পঞ্চায়েত নির্বাচন কোয়ার্টার ফাইনাল, ২০১৯-এর লোকসভা নির্বাচন সেমিফাইনাল ও বিধানসভা নির্বাচন ফাইনাল। পাশাপাশি দলের কর্মসূচি ধরে রাখতে আগামী ২৫ মে লালবাজার ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। দিলীপবাবু জানান, সারদা ও নারদ তদন্তে গতি আনার দাবিতে এই লালবাজার ঘেরাও কর্মসূচি পালন করবেন তাঁরা।