একদিকে যখন নাগরিকত্ব বিলের প্রতিবাদে পরপর দিন রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই ঠিক ওই দিনগুলোতেই পাল্টা মিছিল করছে বিজেপি। সোমবার মুখ্যমন্ত্রী যখন জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করছিলেন তখনই বিজেপি নেতা অনুপম হাজরার নেতৃত্বে একটি মিছিল গড়িয়া মোড় থেকে যাদবপুরে আসে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একইভাবে মঙ্গলবার যখন মুখ্যমন্ত্রী যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবু বাজার পর্যন্ত মিছিল করছেন তখন বিজেপি হাওড়ার কদমতলা থেকে মিছিল করল। অন্য মিছিলটি হল ঠাকুরপুকুরে।
হাওড়ার কদমতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করেছিল বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ছিলেন হাওড়া জেলা বিজেপি নেতৃত্ব। মিছিল পাওয়ার হাউসের কাছে পৌঁছতেই তার পথ আটকায় পুলিশ। বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বসে পড়েন। পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিরও হয় তাঁদের। এমন বেশ কিছুক্ষণ চলার পর অনেক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের টেনে গাড়িতে তোলা হয়।
বিজেপি এদিন আরও একটি মিছিল করে ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে শুরু করে মিছিল এগোয় অনুপম হাজরার নেতৃত্বে। মিছিলে পা মেলান অনেক বিজেপি কর্মী সমর্থক। ২টি মিছিলই হয় নাগরিকত্ব বিলকে সমর্থন করে। এছাড়া রাজ্যে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে যে ধরনের হিংসাত্মক প্রতিবাদ হয়েছে তার বিরুদ্ধেও সুর চড়ে মিছিল থেকে।