বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডাকে সামনে রেখে সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে দাঁড়িয়ে সরকারকে এই আইনের জন্য অভিনন্দন জানিয়ে কলকাতায় মহামিছিল করল বিজেপি। দুপুরে মিছিল শুরু হয় মধ্য কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। শেষ হয় শ্যামবাজারে। সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে গণেশ চন্দ্র এভিনিউ হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল বিকেলে পৌঁছয় শ্যামবাজারে। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখেন জেপি নাড্ডা সহ বিজেপির অন্য নেতারা।
একটি হুড খোলা গাড়িতে এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয়। দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে হাত নাড়তে নাড়তে মন্থর গতিতে এগোন তাঁরা। এদিন তাঁদের গাড়ির সামনে ছিলেন রাজ্যে বিজেপির প্রায় সব নেতা, বিজেপি সাংসদ, বিধায়ক, নেতারা। ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার সহ অনেক নেতা। তাঁরা হেঁটে এগোন। গাড়িতে এগোন জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয়।
বিশাল মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী সমর্থক। শ্যামবাজারে পৌঁছনোর পর জেপি নাড্ডা বক্তব্য রাখতে গিয়ে বলেন, নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল ভুল বোঝাচ্ছে। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব কাড়ার নয়। পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা বহু উদ্বাস্তুকে এই আইন নাগরিকত্ব প্রদান করবে। কাবুল থেকে বহু শিখ এসেছেন। পাকিস্তান থেকে বহু মানুষ ভারতে এসেছেন। এঁদের নাগরিকত্ব দেওয়া হবে।