সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশ জুড়ে বিরোধী আন্দোলন তুঙ্গে তখন বিজেপির তরফে বিভিন্ন জায়গায় চলছে সিএএ-কে সমর্থন করে অভিনন্দন যাত্রা। এমনই একটি অভিনন্দন যাত্রা শুক্রবার বার হল শ্রীরামপুরের মাহেশ থেকে। অভিনন্দন যাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। একটি হুড খোলা গাড়িতে তিনি এগোন। পিছনে ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক।
বিজেপির তরফে বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে মানুষকে বোঝানো হবে বলে স্থির হয়েছে। তা নিয়ে রাজ্য বিজেপিও উদ্যোগ শুরু করেছে। তবে তারও অনেক আগে থেকে তারা সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা শুরু করেছে। বিজেপির দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। সিএএ নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেই বিজেপি নেতৃত্বের দাবি। এদিনের শ্রীরামপুরের অভিনন্দন যাত্রা প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে শেওড়াফুলিতে শেষ হয়।
দিলীপ ঘোষ যখন অভিনন্দন যাত্রায় ব্যস্ত তখন পুরুলিয়ার ঝালদায় পথে নামলেন রাজ্যে বিজেপির দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপির কর্মী সমর্থকেরা। পুরুলিয়ার ঝালদায় অভিনন্দন যাত্রা চলাকালীন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর ওপর হামলার প্রতিবাদে এদিন পথে নামেন বিজেপি নেতা, কর্মীরা। ঝালদা শহরে মিছিল করেন তাঁরা।