২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির অভাবনীয় সাফল্যের পর এবার পদ্ম শিবিরের লক্ষ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য রাজ্য বিজেপির নেতা হিসাবে দিলীপ ঘোষের ওপরই ভরসা রাখল দল। দল যে দিলীপবাবুতেই ভরসা রেখেছে তা তাঁকে দ্বিতীয় বারের জন্য রাজ্য সভাপতি নির্বাচিত করার মধ্যে দিয়েই পরিস্কার। দ্বিতীয় বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি হিসাবে এদিন দিলীপবাবুকেই ফের বেছে নেয় বিজেপি।
দ্বিতীয়বারের জন্য বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর দলের তরফে তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়। হাজির ছিলেন রাহুল সিনহা, মুকুল রায়ের মত নেতারা। এছাড়াও ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু সহ অনেকে। ২০২১ যে বিজেপির পাখির চোখ সকলেরই জানা। সেই অগ্নিপরীক্ষায় দিলীপবাবুকেই দলনেতার দায়িত্ব দিল বিজেপি।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই রাজ্য সভাপতি নির্বাচন করে থাকে। সেখানে যখন নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা হয় সেখানে দিলীপবাবুর বিরুদ্ধেও কয়েকজন নেতা ছিলেন। শোনা যাচ্ছে বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্তের মত সাংসদরা দিলীপবাবুকে চাননি। ফলে রাজ্যের নেতাদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছিল। অবশেষে অবশ্য শেষ হাসি হাসলেন দিলীপ ঘোষই।