দুধের রং কালো, এমন প্রাণিও রয়েছে পৃথিবীতে
প্রাণির গায়ের রং যাই হোক না কেন তার দুধের রং সাধারণত সাদাই হয়। তবে পৃথিবীতে এমনও একটি প্রাণি রয়েছে যাদের দুধের রং কালো।
মাতৃদুগ্ধ এক শিশুর জন্য অমৃত বলে মনে করা হয়। সে মানুষ হোক বা অন্য প্রাণি। তার শিশুকে বড় করে তোলার জন্য প্রাথমিক ভাবে মাতৃদুগ্ধই ভরসা। স্তন্যপায়ী প্রাণি মানেই মাতৃদুগ্ধে শিশু বড় হয়ে ওঠে।
প্রাণিদের গায়ের রং নানারকম হয়। কিন্তু তাদের দুধের রং সাধারণভাবে সাদাই হয়। যদিও তার কয়েকটি ব্যতিক্রম আছে। তবে সেই ব্যতিক্রমে একটিই প্রাণি এমন রয়েছে যাদের দুধের রং কালো হয়।
শুনে অবাক লাগতে পারে। তবে প্রাণিটি যে একেবারেই অচেনা তাও নয়। বরং সকলের খুব চেনা এই প্রাণি, যার দুধের রং কালো হয় বলেই বিভিন্ন বিশেষজ্ঞেরা দেখেছেন।
সাধারণ জ্ঞানের যে প্রশ্ন হয়, কুইজের প্রশ্ন হয়, এই প্রশ্ন সব ক্ষেত্রেই আসতে পারে। তাই এটা জেনে রাখা ভাল। আফ্রিকার যে কালো গণ্ডার হয়, তাদের দুধ কালচে হয়।
অত্যন্ত কম ফ্যাট যুক্ত এই দুধ কিন্তু তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর। ২ শৃঙ্গযুক্ত এই গণ্ডারগুলির ২টি করে শিং থাকে। আফ্রিকার ২ শৃঙ্গ গণ্ডারের কথা প্রায় সকলের জানা।
কালো আফ্রিকান স্ত্রী গণ্ডাররা তাদের সন্তানদের বড় করতে প্রায় ২ বছর সময় নেয়। এই সময়কালে তারা সন্তানের যত্ন নেয়। তাদের খুব ধীরে ধীরে বড় করে তোলে। আফ্রিকার এই কালো গণ্ডারের কালচে দুধ কিন্তু বহু মানুষকেই অবাক করে। যদিও পুষ্টিগুণে তা গণ্ডার শিশুর জন্য উপযুক্ত।