ফ্রিতে ধনেপাতা দিচ্ছে অনলাইন সংস্থা, এবার ফ্রিতে কাঁচা লঙ্কা দেওয়ার আবদার
শুরুটা ধনেপাতা দিয়েই। আর ধনেপাতা নিয়ে এখন অঙ্কিত নামে এক ব্যক্তির মা সকলের অভিনন্দন পাচ্ছেন। আবদার আরও বেড়ে কাঁচা লঙ্কাও জুড়েছেন কেউ কেউ।
দেশের বিভিন্ন বাজারে আনাজ বিক্রেতার কাছ থেকে আনাজ কেনার পর তিনি ক্রেতাকে বিনামূল্যেই একটু ধনেপাতা দিয়ে দেন। এটা পুরনো রেওয়াজ। ধনেপাতাই শুধু নয়, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও ফাউ পান ক্রেতারা।
আনাজ কিনলে এই ধনেপাতা ও কাঁচা লঙ্কা বিনামূল্যে একটু করে পাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে দেশের বিভিন্ন অংশের মানুষের। তাই যখন আনাজ বিক্রেতা ধনেপাতা বা কাঁচা লঙ্কার দাম চান তখন অবাকই হয়ে যান ক্রেতারা।
এখন অনলাইনে অনেকে আনাজ কেনেন। তেমনই একটি অনলাইন সংস্থা ব্লিঙ্কিট ধনেপাতারও দাম নেওয়ায় অঙ্কিত নামে জনৈক ব্যক্তির মা বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন।
তিনি সংস্থাকে পরামর্শ দেন ধনেপাতার দাম না নেওয়াই ভাল। ওই সংস্থা তাঁর কথার গুরুত্ব দিয়ে ধনেপাতা বিনামূল্যে দেওয়ার কথা জানায়।
এরপরই সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য ভেসে আসতে থাকে। অনেকে ওই সংস্থাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যেন ধনেপাতার সঙ্গে কাঁচা লঙ্কাও দেয়। কারণ আনাজের দোকানে বিনামূল্যে ধনেপাতার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দেওয়া হয়।
তাই সংস্থার প্ল্যাটফর্ম থেকে আনাজ কিনলে তারা ধনেপাতা যে বিনামূল্যে দেওয়া স্থির করেছে তার সঙ্গে কাঁচা লঙ্কাও বিনামূল্যে দেওয়া উচিত। যদিও কাঁচা লঙ্কা বিনামূল্যে দেওয়া নিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা