SciTech

মহাকাশ ঘুরে এলেন ৬ মহিলা, কাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন অ্যামাজন কর্তা

মহাকাশে এই প্রথম কেবল মহিলাদের দল ঘুরে এল। এটা একটা রেকর্ড। পৃথিবীর মাটি ছুঁতে এঁদের একজনকে জড়িয়ে ধরে চুম্বন করলেন অন্যতম ধনী অ্যামাজন কর্তা জেফ বেজোস।

১৯৬৩ সালে প্রথমবার কোনও মহিলা হিসাবে মহাকাশে যান রাশিয়ার মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ৩ দিন মহাকাশে কাটান তিনি। কিন্তু এখনও এই রেকর্ড নেই যে কেবল মহিলাদের একটি দল মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরেছে। এবার সেটাই ঘটল।

পৃথিবীর অন্যতম ধনী অ্যামাজন সংস্থার কর্তা জেফ বেজোসের শুরু করা মহাকাশ পর্যটনে রেকর্ড গড়ল ৬ মহিলার দল। আমেরিকার পশ্চিম টেক্সাস থেকে মহাকাশের দিকে উড়ে যায় জেফ বেজোসের মহাকাশ যাত্রা সংস্থা ব্লু অরিজিনের রকেট।


সেটিতে ছিলেন ৬ জন মহিলা। এই মহাকাশযান তাঁদের নিয়ে পৌঁছে যায় ভরশূন্য মহাকাশ ও পৃথিবীর বায়ুমণ্ডলের সীমানায়। যেখানে কিছুটা সময়ের জন্য ভরশূন্য অবস্থা কেমন হয় তা অনুভব করেন ৬ মহিলা। তারপর সেই যান ফেরত আসে পৃথিবীতে।

পৃথিবীর মাটি ছোঁয়ার পর জেফ বেজোস নিজে অপেক্ষা করছিলেন তাঁদের স্বাগত জানানোর জন্য। এমনকি মহাকাশ থেকে ৬ মহিলাকে নিয়ে নেমে আসা ক্যাপসুলটির দরজা জেফ নিজেই খুলে দেন।


প্রথমেই বেরিয়ে আসেন লরেন স্যাঞ্চেজ। যাঁকে জড়িয়ে ধরেন জেফ বেজোস। ঘনিষ্ঠ আলিঙ্গনে তাঁকে চুম্বনও করেন। আসলে লরেন হলেন জেফের বাগদত্তা। প্রেমিকাকে তাই জড়িয়ে ধরে আনন্দে চুম্বন করেন জেফ।

এরপর বেরিয়ে আসেন বিখ্যাত গায়িকা কেটি পেরি। তিনি বেরিয়ে পৃথিবীর মাটিতে মাথা ঠেকান। সকলের বেরিয়ে আসা পর্যন্ত সেখানে নিজে দাঁড়িয়ে ছিলেন জেফ।

প্রত্যেক মহিলাই আপ্লুত এই সফর শেষে। আনন্দে কেঁদে ফেলেন কেউ কেউ। প্রসঙ্গত মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছে ব্লু অরিজিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button