ছিলেন মানুষ, হয়ে গেলেন গরু, রোগ নয় রোগের উপসর্গ মাত্র
ডেকে উঠতে পারেন হাম্বা স্বরে। চিবোতে পারেন ঘাস। এমন হলে অবাক হওয়ার কিছু নেই। নিজে না পারলেও পরিবারের লোকজনকে নিয়ে যেতে হবে চিকিৎসকের কাছে।
এ পৃথিবীতে নানা ধরনের অসুখ রয়েছে। শারীরিক থেকে মানসিক, সব ধরনের অসুখই মানুষকে অসুস্থ করে করে তোলে। শারীরিক অসুখে মানুষ শয্যাশায়ী হয়ে পড়তে পারেন, তবে মানসিক অসুখে সব সময় তা নাও হতে পারে।
মানসিক অসুস্থতার ক্ষেত্রে মানসিক চাপ, অবসাদ, দ্বিচরিত্র ভাবনা, ঘুমের সমস্যা সহ এমন নানা সমস্যা মানুষকে স্বস্তিতে জীবন কাটাতে দেয়না। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধও খেতে হয়।
এমনও কিছু মানুষের জীবনে ঘটে যে তিনি নিজেকে গরু বলে ভাবতে শুরু করেন। তিনি গরু ভেবে ঘাসও চিবোতে থাকেন। এমনকি নিজেকে অন্য গবাদি পশুর সঙ্গেও তুলনা করতে থাকেন তিনি।
গরুর মত অনেক সময় ডেকেও ফেলেন নিজেকে গরু ভেবে। সামাজিকভাবে অনেক সময় তাঁরা হাসির পাত্র হয়ে পড়েন। কিন্তু এটা একটি জটিল মানসিক সমস্যা।
এমন নয় যে এই রোগের চিকিৎসা নেই। তবে এই নিজেকে গরু ভেবে নেওয়ার মত বোয়ানথ্রোপি রোগ নতুন নয়, বরং বহু প্রাচীনকালেও তা ছিল।
ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবিউক্যানেজার-এর এমন এক রোগ হয়েছিল। তিনি নিজেকে গরু ভাবতে শুরু করেছিলেন। এমনকি তিনি নাকি নিজেকে গরু মনে করে ঘাসও চিবোতেন।
যদিও এই রোগ খুবই বিরল, তবে এমন রোগও রয়েছে এ পৃথিবীতে। যে রোগ মানুষকে তার মানবসত্তা ভুলিয়ে দিতে পারে। পুরোটাই একটা মানসিক সমস্যা হলেও যা আদপে মানুষটিকে সামাজিক সমস্যার মুখে ফেলে দেয়।