অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ চলাকালীনই ভারতের জাতীয় দলের ২ ক্রিকেটার কেএল রাহুল ও হার্দিক পাণ্ডিয়াকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরানো হয়। বিসিসিআই তাঁদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে অস্ট্রেলিয়ায় ৩টি একদিনের ম্যাচ ও নিউজিল্যান্ডে প্রথম একদিনের ম্যাচে ছিলেন না হার্দিক ও রাহুল। অবশেষে তাঁদের সেই নির্বাসনের দিন শেষ হল। বৃহস্পতিবার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এই ২ ক্রিকেটারের ওপর থেকে ব্যান তুলে নিল।
এদিন বিসিসিআই-এর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর জানিয়ে দিয়েছে রাহুল, হার্দিকের ওপর থেকে ব্যান তুলে নেওয়া হল। আর সেই ব্যান তুলে নেওয়া লাগু হল এখন থেকে। অর্থাৎ এই মুহুর্তে রাহুল, হার্দিক ২ জনেই মুক্ত। তাঁরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের জন্যও দলে জায়গা পেতে পারেন।
চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহরের একটি টিভি শো-তে এই ২ ক্রিকেটার উপস্থিত থেকে মহিলাদের সম্বন্ধে কটূক্তি করেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নিজেদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান এই ২ ক্রিকেটার। অন্যদিকে ভারতের ক্রিকেট অধিনায়ক জানিয়ে দেন তাঁরা রাহুল ও হার্দিকের মহিলাদের সম্বন্ধে মন্তব্যকে সমর্থন করেননা। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাঁদের দেশে ফেরানো হয়। বিসিসিআই তাঁদের ভারতীয় দলে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞা এদিন উঠে গেল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)