Sports

ভারত থেকে সরল টি-২০ বিশ্বকাপ

ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে কী হবে? সে প্রশ্নের উত্তর মিলল। ভারত থেকে সরে গেল টি-২০ বিশ্বকাপ।

টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে তা ভারতে হবে না। ভারতে হওয়ার কথা থাকলেও সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তা সরানো হল। ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে।

চলতি বছরে আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল কেকেআর, চেন্নাই সুপার কিংস দলের কয়েকজন খেলোয়াড় ও আধিকারিকের করোনা ধরা পড়ায়। সেই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি হতে চলেছে সংযুক্ত আমিরশাহীতে।


গত বছর অবশ্য পুরো আইপিএলই হয়েছিল সেখানে। এবার আইপিএল হওয়ার পর সেখানেই আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

সোমবারের মধ্যেই বিসিসিআই-কে তাদের সিদ্ধান্তের কথা জানাতে হত আইসিসি-কে। বিসিসিআই তাদের সিদ্ধান্ত জানানোর পরই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত জানাবে টি-২০ বিশ্বকাপ নিয়ে। তবে আইসিসি আগেই ইঙ্গিত দিয়েছিল যে যদি ভারত তাদের দেশে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত করতে নাও পারে তাহলেও সংযুক্ত আরব আমিরশাহীতে তাদেরই আয়োজক হিসাবে থাকতে হবে।


বিসিসিআই এ নিয়ে এদিন বৈঠকেও বসে। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানান ভারতে এই প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছেনা। করোনার তৃতীয় ঢেউ আসবে বলে শোনা যাচ্ছে। এই অবস্থায় টি-২০ বিশ্বকাপ করা অত্যন্ত ঝুঁকির হতে পারে বলে জানান রাজীব শুক্লা।

এদিকে এমনও শোনা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও টি-২০ বিশ্বকাপের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ হয়তো ওমানেও খেলা হতে পারে। তবে ভারতে যে হচ্ছে না এদিন কার্যত বিসিসিআই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button