এবার করোনা সংক্রমিত বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
করোনা একের পর এক রাষ্ট্রনায়কের শরীরেও থাবা বসিয়েছে। এবার সেই করোনায় আক্রান্ত হলেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট।
লা পাজ : বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো মোরালেস-কে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় গত বছর নভেম্বরে। তাঁকে সরানোর বিরুদ্ধে জ্বলে ওঠে বলিভিয়া। এদিকে তারপর থেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে কাজ চালাচ্ছেন জেনাইন অ্যানেজ। সেই জেনাইন অ্যানেজ এবার করোনা আক্রান্ত। তিনি নিজেই সেকথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর দলের বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছিল। ফলে তিনি নিজেই টেস্ট করান।
জেনাইন অ্যানেজ জানান, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভাল আছেন। আইসোলেশনে আছেন। ১৪ দিনের জন্য আইসোলেশনেই থাকবেন। আর আইসোলেশনে থেকেই দেশের প্রয়োজনীয় কাজ তিনি চালিয়ে যাবেন। দক্ষিণ আমেরিকায় করোনা ছড়াচ্ছে হুহু করে। ব্রাজিলের অবস্থা সবচেয়ে খারাপ।
হালেই মন্ত্রিসভার ৩ জন মন্ত্রী করোনা আক্রান্ত হন। তারপরই বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনাইন অ্যানেজ-এর পরীক্ষা হয়। তিনি করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। প্রসঙ্গত বলিভিয়ায় এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৪ হাজার ১১৩ জন মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩৮ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা