অনুপম খের কিসে ভয় পান, হাটে হাঁড়ি ভাঙলেন বোমান ইরানি
অভিনেতা অনুপম খেরের একটি বিষয়ে খুব ভয়। কার্যত ফোবিয়া রয়েছে তাঁর। কিসে ভয় সেকথা এবার সকলকে জানিয়ে দিলেন অভিনেতা বোমান ইরানি।
অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানি, সঙ্গে নীনা গুপ্তা, সারিকা। এই হলেন উঁচাই সিনেমার প্রধান চরিত্রাভিনেতারা। বোঝাই যাচ্ছে অভিজ্ঞতার ঝুলি প্রায় সকলেরই পরিপূর্ণ। এঁদের নিয়েই গল্পের জাল বুনেছেন পরিচালক সূরজ বরজাতিয়া।
ম্যায় নে পেয়ার কিয়া-র মত ব্লকবাস্টার সিনেমার পরিচালকের অভিজ্ঞতাও কম নয়। উঁচাই সিনেমার শ্যুটিংয়ে বর্ষীয়ান অভিনেত্রী সারিকা জানিয়েছেন তাঁদের প্রায়ই কাঠমান্ডুতে হেলিকপ্টারে উড়ে যেতে হত। তাঁদের কাছে এই হেলিকপ্টারে করে যাতায়াতটা অনেকটা অটোয় করে যাতায়াতের পর্যায়ে গিয়ে ঠেকেছিল। আর সেখানেই সমস্যায় পড়তেন অনুপম খের।
তাঁর সঙ্গে এই সিনেমায় অভিনয় করা বোমান ইরানি কার্যত ফাঁস করার মতই জানিয়েছেন অনুপম খের বিমানে চড়তে ভয় পান। বিমানে যাতায়াতে তাঁর ভীষণ ভয়। এটা একটা ফোবিয়া। তাই সিনেমার শ্যুটিংয়ে হেলিকপ্টারে উঠে তিনি অনুপম খের-কে হেলিকপ্টারের সামনের সিটে বসাতেন। আর নিজে পিছনের সিটে বসতেন। ধরে থাকতেন পিছন থেকে।
অনুপম খেরকে সাহস জোগাতে মাসাজও করতে থাকতেন। বারবার জিজ্ঞেস করতে থাকতেন অনুপম ঠিক আছেন কিনা। এভাবেই পুরো পথ অতিক্রম করতেন ২ জনে।
উঁচাই সিনেমায় রয়েছেন ড্যানি ডেনজংপা, নাফিসা আলির মত অভিজ্ঞ প্রবীণ অভিনেতারাও। সঙ্গে রয়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রী পরিনীতি চোপড়া। ৩ বন্ধুর এভারেস্টে ওঠার কাহিনিকে সামনে রেখেই তৈরি হয়েছে উঁচাই। অধিকাংশ শ্যুটিংই হয় নেপালে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা