Entertainment

পড়া নয়, সিনেমা দেখতে বলতেন মা, কেন জানালেন বোমান ইরানি

অভিভাবকরা ছোটদের পড়াশোনায় উৎসাহ দেন। যদি দেখেন তারা সিনেমা, টিভিতে মত্ত বকাবকিও করেন। সেটাই স্বাভাবিক। কিন্তু এই অভিনেতার জীবনে ঘটেছিল উল্টোটা।

তিনি তখন ছোট। স্টেজে অভিনয় করছিলেন। হলের একটা কোণায় বসে তাঁর মা তাকে দেখছিলেন আর মিটিমিটি হাসছিলেন। সেটা তাঁর এখনও মনে আছে। ছোটবেলায় তিনি পরিস্কার করে কথা বলতে পারতেন না। কথায় একটা তোতলা ভাব ছিল।

তাই তিনি বিশেষ কথা বলতেন না। চুপচাপই থাকতে পছন্দ করতেন। সে সময় তাঁর মা কিন্তু তাঁকে নানা সিনেমা দেখতে উৎসাহ দিতেন। সিনেমা দেখতে বলতেন। সিনেমা দেখতে পাঠাতেন। এমনকি যে সিনেমা তিনি একবার দেখেছেন তা ফের দেখতে বলতেন।


সাধারণত মায়েদের কাছ থেকে এমনটা সন্তানেরা পেতে অভ্যস্ত নন। তিনি তাঁর মাকে জিজ্ঞাসাও করতেন যে একই সিনেমা বারবার করে কেন তাঁকে দেখতে পাঠান তাঁর মা।

তাতে মা উত্তর দিতেন তাহলে সিনেমাটি আরও ভাল করে জানতে পারবেন তিনি। সিনেমার লাইট, গানের কথা, অভিনয়, সিনেমার নাটকীয়তা সবই বুঝতে পারবেন। বারবার দেখলে তা আরও পরিস্কার হবে।


সিনেভেশ্চার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এর একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের জীবনের ছোটবেলার কথা, তাঁর মায়ের অবদানের কথা, সিনেমা দেখায় উৎসাহ দেওয়ার কথা তুলে ধরেন এই মুহুর্তে ভারতের রূপোলী পর্দার অন্যতম তারকা বোমান ইরানি।

বোমান বলেন, সে সময় তাঁকে তাঁর মা সিনেমা দেখতে উৎসাহ দিতেন, কারণ তিনি তখনই বুঝতে পেরেছিলেন ছেলের অভিনয়ের প্রতি আকর্ষণের কথা। অনেকেই বোমান ইরানির এই কাহিনি শুনে অভিভূত হয়ে যান।

যেখানে ভারতীয় পরিবারে সন্তানের যে বিষয়েই আলাদা প্রতিভা থাক না কেন, সাধারণত বাবা মায়েরা পড়াশোনা নিয়েই উৎসাহ দেওয়া পছন্দ করেন, সেখানে বোমান ইরানির মা একদম অন্যভাবে ছেলেকে বোঝার চেষ্টা করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button