World

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। সেই বরিস যিনি ব্রেক্সিট নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন। ব্রিটেনের প্রাক্তন বিদেশ সচিব বরিস ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র সবচেয়ে বড় সমালোচকও। যদিও একই দলে রয়েছেন তাঁরা। ব্রিটেনে এখন শাসন করছে কনজারভেটিভ পার্টি। মঙ্গলবার ভোটাভুটির মধ্যে দিয়ে সেই দলের নেতা নির্বাচিত হলেন বরিস জনসন।

বরিসের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই হয় এই পদের জন্য জেরেমি হান্টের। তবে শেষ হাসি হাসেন বরিসই। আর সেই হাসি বেশ চওড়া হয়েছে ভোটের বড় ব্যবধান থাকায়। কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের জন্য ভোটাভুটিতে বরিস পেয়েছেন ৯২ হাজার ১৫৩টি ভোট। অন্যদিকে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬টি ভোট।


বড় ব্যবধানে জয়ী হয়ে দলের নেতা নির্বাচিত হওয়ার পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলা বরিস অবশ্য হান্টকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এও বলেন যে দুর্দান্ত ভাবনার ক্ষেত্রে সেরা হান্ট। টেরেসা মে-কেও অভিনন্দন জানাতে ভোলেননি বরিস। যদিও তিনি তাঁর সবচেয়ে বড় সমালোচক হিসাবে খ্যাত। তবু টেরেসা মে-কে ধন্যবাদ জানিয়ে বরিস বলেন, মে-র মন্ত্রিসভায় কাজ করাটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button