ব্রিটিশ রাজপরিবারে করোনা ঢুকে পড়েছিল ২ দিন আগেই। খোদ প্রিন্স চার্লসকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়। গোটা ব্রিটেনেও পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। এরমধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় কাবু বলে জানতে পারা যায়। বরিস জনসন নিজেই জানান তিনি করোনা পজিটিভ। তিনি এও জানান নিজেকে আলাদা করে নিয়ে সেখান থেকেই কাজ চালাবেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন তিনিও করোনা পজিটিভ। তাঁকে পরীক্ষা করতে বলা হয়েছিল। সেইমত তিনি করোনা পরীক্ষা করান। জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তবে তিনি এও জানিয়েছেন তাঁর লক্ষ্ণণগুলি খুবই হাল্কা। তাই তিনি বাড়িতেই আছেন। তবে নিজেকে একদম আলাদা করে নিয়েছেন। সেখান থেকেই কাজ চালিয়ে যাবেন হ্যানকক।
ব্রিটেনে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৮৯ জন। যারমধ্যে মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৫ জন। যারমধ্যে পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি নাদিন ডোরিজও আছেন। তিনি সুস্থ হয়ে ফেরেন। তারপরই গত ২৪ মার্চ তিনি ব্রিটেনের পার্লামেন্টে হাজির হন। কাজে যোগ দেন। সকলেই তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা