করোনা সংকটে দেশ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
করোনা মুক্ত হলেও বরিস জনসন এখনই কাজে ফিরতে পারবেননা বলে ডাউনিং স্ট্রিট থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে।
করোনা পজিটিভ হিসাবে পাওয়ার পরই তিনি চলে গিয়েছিলেন হোম কোয়ারেন্টিনে। সেখান থেকেই দেশের কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্রশাসনিক নির্দেশ দিচ্ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশের করোনা পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। কিন্তু বাড়িতেই তাঁর পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। তাঁকে দ্রুত ভর্তি করা হয় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে। সেখানে তাঁকে আইসিইউ-তে রাখতে হয় চিকিৎসকদের।
একটু পরিস্থিতির উন্নতি হলে ৩ দিন আইসিইউ-তে রাখার পর তাঁকে জেনারেল বেডে আনা হয়। তখনও দুর্বল ছিলেন তিনি। অবশেষে তাঁকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া হল। করোনা মুক্ত হলেও বরিস জনসন এখনই কাজে ফিরতে পারবেননা বলে ডাউনিং স্ট্রিট থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে। আপাতত তিনি তাঁর বাড়িতে বিশ্রাম নেবেন। চিকিৎসকেরা তাঁকে এমনই পরামর্শ দিয়েছেন। চিকিৎসকেরা বরিস জনসনকে আপাতত কাজে ফিরতে মানা করেছেন।
এদিকে হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর বরিস জনসন হাসপাতালের চিকিৎসক, কর্মীদের তাঁদের পরিষেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ব্রিটেনের করোনা পরিস্থিতি অবশ্য ক্রমশ জটিল আকার নিচ্ছে। সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুও। প্রায় ৭৯ হাজার মানুষ করোনায় কাবু। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৭৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩৪৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা