World

খনিতে কাজ করতে গিয়ে মিলল বিশ্বের অন্যতম বড় হিরে

হিরেটি ঘিরে উৎসাহ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। ৩৫২ গ্রাম ওজনের হিরেটি খনি থেকে তুলে আনা হয়েছে। সব রেকর্ড ভেঙে দিয়েছে হিরেটি।

বিশ্বের অন্যতম বড় হিরে বেরিয়ে এল খনিগর্ভ থেকে। আফ্রিকার বোতসোয়ানার খনিতে কাজ করার সময় অতিকায় হিরেটির সন্ধান মেলে।

কারোয়ে হিরের খনিতে খনন কাজের দায়িত্বে রয়েছে কানাডার একটি সংস্থা। সেই সংস্থার তরফেই এই হিরে পাওয়ার কথা জানানো হয়েছে।


১ হাজার ৭৫৮ ক্যারেটের হিরেটি ঘিরে খুব স্বাভাবিকভাবেই উৎসাহ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। ৩৫২ গ্রাম ওজনের হিরেটি খনি থেকে তুলে আনা হয়েছে। লুকারা সংস্থা সাধারণত বড় হিরে বিশ্বকে দিয়ে এসেছে। এটি তারমধ্যে হয়তো সবচেয়ে বড়।

আফ্রিকার বোতসোয়ানা দেশটি হিরের খনির জন্য বিখ্যাত। বোতসোয়ানার কারোয়ে হিরের খনির মালিক লুকারা সংস্থা। এর আগেও এই খনি থেকে বড় হিরে বেরিয়ে এসেছে। ২টি বার হয়েছে ১ হাজার ক্যারেটের ওপর।


ফলে এই খনিতে যে বড় হিরে পাওয়া যায় তা আগে থেকেই প্রসিদ্ধ ছিল। তবে এতদিন যা বার হয়েছে তার সব রেকর্ড ভেঙে দিয়েছে এবার পাওয়া হিরেটি।

আফ্রিকায় এখনও পর্যন্ত যত হিরে মাটির তলা থেকে বেরিয়ে এসেছে এবার পাওয়া ১ হাজার ৭৫৮ ক্যারেটের এই হিরেটি তারমধ্যে সবচেয়ে বড়। ফলে সেদিক থেকে এটা রেকর্ড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button