বিশাল ভুঁড়ির ওপর সরু ডালপালা, এটা গাছ নাকি কার্টুন
সত্যিই এমন গাছও আছে এই ধরাধামে। এমনটা মনে হলে দোষের কিছু নেই। কারণ এমন আজব চেহারার গাছের দেখা মেলে কেবল একটি জায়গায়।
গাছ সকলের কাছেই অতিপরিচিত। গাছের মোটা গুঁড়ি, বিশাল উচ্চতা, প্রচুর ডালপালা, নানা রং এসব দেখেও অভ্যস্ত মানুষ। কিন্তু গাছকে দেখে কখনও কার্টুন বলে মনে হয়েছে কি? এ গাছকে দেখে কিন্তু কার্টুনের পাতা থেকে তুলে আনা কল্পনাপ্রসূত এক হাস্যকর গাছ বলে মনে হতেই পারে।
এ গাছের কাণ্ড বলে যা রয়েছে তা আদপে একটি অতিবিশাল জালা বা পিপে। যেন গাছটির এক বিশাল ভুঁড়ি হয়েছে। কাণ্ডটাই একটা বিশাল ভুঁড়ি বা জালা।
তার মাথার ওপর থেকে শুরু হয়েছে কিছু ডালপালা ছড়ানো। খুব বেশি নয়। তবে তার ওই বিশাল বপু কাণ্ডের সঙ্গে সে ডালপালা বড়ই বেমানান।
ওই বিশাল জালার ওপর অনেকটাই সরু সরু ডালপালা। অল্প পাতা। তবে এ গাছের উচ্চতা নেহাত কম হয়না। ২৫ থেকে ৪০ ফুট পর্যন্ত উঁচু হয় এ গাছ। যার অনেকটাই দখল করে থাকে তার ওই বিশাল ভুঁড়িওয়ালা কাণ্ড।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই গাছ দেখতে পাওয়া যায়। নাম কুইন্সল্যান্ড বটল ট্রি। কুরাজঙ্গ বলেও তাকে ডাকা হয়ে থাকে। এই গাছ কিন্তু দেখতে যতই হাস্যকর হোক তার সহ্যক্ষমতা প্রশ্নাতীত।
চরম খরা পরিস্থিতিও সহ্য করে দিব্যি বেঁচে থাকে এরা। কারণ এদের এই জালার মত কাণ্ডে প্রচুর জল জমা করে রাখতে পারে এই গাছ।
ফলে মাটি শুকিয়ে গেলেও তার প্রয়োজনীয় জল সে আগে থেকেই জমা করে রাখে। তবে গাছটি বিশ্বে বিখ্যাত তার আজব দর্শনের জন্য। সারাবছর কুইন্সল্যান্ডে বেড়াতে আসা মানুষজন এই গাছ না দেখে এখান থেকে ফেরেন না।