দ্বিতীয় দেশ হিসাবে করোনায় মৃত্যু ৫০ হাজার পার
করোনায় মৃত্যুতে ৫০ হাজার পার করেছে কেবল আমেরিকা। তারপর এবার দ্বিতীয় একটি দেশ করোনায় মৃতের সংখ্যায় ৫০ হাজার পার করল।
ব্রাসিলিয়া : আমেরিকায় করোনা প্রাণ কেড়েছে লক্ষাধিক মানুষের। সেখানে মৃত্যু এখনও অব্যাহত। কার্যত সংক্রমণ হোক বা করোনায় মৃত্যু, আমেরিকার চেহারা ভয়াবহ। আমেরিকার পিছনেই ২ নম্বরে রয়েছে ব্রাজিল। মৃতের নিরিখে আমেরিকার অনেক পিছনে থাকলেও ব্রাজিলই হল দ্বিতীয় দেশ যেখানে করোনা ৫০ হাজারের ওপর মানুষের প্রাণ কাড়ল। করোনায় মৃত্যুতে ৫০ হাজার পার করেছে ব্রাজিল।
ব্রাজিলে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেছে ১০ লক্ষ ৮৭ হাজারে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। করোনা সে দেশে প্রাণ কেড়েছে ৫০ হাজার ৬৫৯ জনের। অন্যদিকে করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন অনেকে। ব্রাজিলে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭৯ হাজারের বেশি মানুষ। ফলে সুস্থতার হার ৫০ শতাংশ পার করেছে।
ব্রাজিলের পিছনেই যে দেশের অবস্থা শোচনীয় সেটা হল রাশিয়া। সে দেশে ৫ লক্ষ ৯২ হাজারের ওপর মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে ৮ হাজার ২০০ জনের ওপর মানুষের। তবে রাশিয়ায় এখন করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। বিশ্বে করোনা সংক্রমণে প্রথম স্থানে এখনও রয়েছে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র। ২ নম্বরে দক্ষিণ আমেরিকার ব্রাজিল। ৩ নম্বরে ইউরোপের রাশিয়া। ৪ নম্বরে এশিয়ার ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা