করোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্টই এবার করোনা সংক্রমণের শিকার হলেন। ব্রাজিল এখন বিশ্বে করোনা সংক্রমণে ২ নম্বরে রয়েছে।
ব্রাসিলিয়া : ব্রাজিলে করোনা হুহু করে বেড়েছে। লাতিন আমেরিকা তো বটেই বিশ্বের অন্যতম ভয়ংকর করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিল। সেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো কিন্তু শুরু থেকেই করোনাকে পাত্তা দিচ্ছিলেন না। মানছিলেন না করোনা প্রতিরোধক নিয়মাবলী। তাঁর সেই বেপরোয়া প্রবণতা এবার তাঁর জন্য বুমেরাং হল। করোনা পজিটিভ হিসাবে ধরা পড়লে তিনি। তাঁর নমুনা পরীক্ষা করা হলে তাঁকে পজিটিভ হিসাবে পাওয়া যায়।
ব্রাজিলের প্রেসিডেন্ট করোনাকে কার্যত উপেক্ষার দৃষ্টিতেই দেখছিলেন। করোনাকে তিনি ব্যাখ্যা করছিলেন সামান্য ফ্লু বলে। এমনকি বিভিন্ন স্থানীয় প্রশাসনিক প্রধানদের এবার আস্তে আস্তে লকডাউন শিথিল করার নির্দেশ দিয়েছিলেন। মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করা থেকে সরে আসতে চাইছিলেন তিনি। আর ঠিক সেই অবস্থায় তিনি নিজেই করোনার কোপে পড়লেন।
ব্রাজিলে যখন করোনা হুহু করে ছড়াচ্ছে তখন একের পর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বোলসোনারো-কে দেখা গেছে মুখে মাস্ক না পরে আসতে। এমনকি হালে মার্কিন দূতাবাসে হওয়া মার্কিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তিনি ছিলেন মাস্ক ছাড়া। ব্রাজিলে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪৩ হাজারের ওপর। মৃত্যু হয়েছে ৬৬ হাজারের ওপর মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা