এমন ফুলের বাড়ি বিশ্বে একটাই আছে, সেখানেও মিলল ভারত
ফুলের মত বাড়ি এ বিশ্বে একটাই রয়েছে। আর এ ফুলের বাড়ির প্রতিটি পাপড়ির আলাদা গুরুত্ব রয়েছে। সব মিলিয়ে ৬টি পাপড়ি রয়েছে এ বাড়ির।
ফুলের মত বাড়ি। শুনে একটু অবাক লাগতে পারে। তবে বাস্তবেই তা রয়েছে। বাড়ি তো নয়, যেন একটি ফুল কুঁড়ি ফুটে সবে ছড়িয়ে দিয়েছে তার পাপড়ি। ৬টি পাপড়ি রয়েছে এ ফুল বাড়ির। এই প্রতিটি পাপড়ির নিজস্ব বৈশিষ্ট্য। এক একটি পাপড়ি মানে বাড়ির এক একটা অংশ।
প্রতিটি অংশ বাড়ির প্রয়োজনীয় অংশ। কোথাও হল রয়েছে। কোথাও রয়েছে শোওয়ার জায়গা এবং এমন ভাবেই নানা পাপড়ির তলা আলাদা কাজে লাগছে।
যে জলের ওপর ফুলটি ফুটে রয়েছে তা আদপে একটি সুইমিং পুল। বাড়ির চারধার সবুজে ঢাকা। তবে ওপর থেকে দেখলে কেবল ৬টি ফুলের পাপড়িই দেখতে পাওয়া যায়।
পাপড়িগুলি এমনভাবে সাজানো হয়েছে যে এ বাড়িতে হাওয়া খেলে অসামান্য। চারধার যেহেতু জল, পাহাড় আর সবুজ প্রকৃতিতে ঘেরা, তাই প্রচুর হাওয়া খেলে এখানে।
এই ফুল বাড়ির পিছনের দিকে যে বাগান রয়েছে সেখানে একটি পুকুর মত রয়েছে। যেখানে প্রচুর মাছ ঘুরে বেড়ায়। ব্রাজিলের অ্যাঙ্গরা দো রিজ-এ গেলে এই ফুল বাড়ির দেখা পাওয়া যায়।
এখানে থাকা নয়, কেবল এমন এক অনুপম স্থাপত্যকীর্তি দেখতে বহু মানুষ হাজির হন এখানে। ব্রাজিলে তৈরি হলেও এই পাপড়ি বাড়িতে কিন্তু ভারতীয় ছোঁয়া রয়েছে।
যেহেতু ব্রাজিল ও ভারতের আবহাওয়ার অনেক মিল আছে তাই এই বাড়ি তৈরির সময় ভারতীয় অট্টালিকা তৈরির ভাবনাকে মাথায় রাখা হয়েছিল।