বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে বিশ্বাস হবেনা, এখানেও ভারত যোগ
বিশ্বে এর আগে এত দামে কোনও পশু বিক্রি হয়নি। এই প্রথম এই উচ্চতায় পৌঁছল দাম। এখানেও ভারত যোগ। যা অবশ্যই ভারতীয়দের জন্য গর্বের।

বিশ্বের বিভিন্ন দেশেই পশু বিক্রি হয়। গৃহপালিত পশুই বেশি। যে তালিকায় গরু অবশ্যই অন্যতম। সেই গরুর দাম যে এই উচ্চতায় পৌঁছতে পারে তা কেউ ভাবতেও পারেননি।
এ গরু বিদেশে বিক্রি হলেও তার সঙ্গে ভারতের যোগ স্পষ্ট। ভারতের নেল্লোর প্রজাতির এই গরুটি বিক্রি হয়েছে ব্রাজিলে। নাম ভিয়াতিনা ১৯। গরুটির বয়স ৫৩ মাস। ধবধবে সাদা গায়ের রং। চামড়া অনেক জায়গায় ঝুলছে। পিঠে থাকা কুঁজটি রীতিমত দর্শনীয়।
গরুটির চেহারা দেখে যে কেউ খানিকক্ষণের জন্য গরুটির দিকে চেয়ে থাকতে বাধ্য। ১ হাজার ১০১ কেজি ওজনের বিশাল চেহারার ভিয়াতিনা ১৯ তার চেহারার সৌন্দর্যেই যে কারও মন জিতে নিতে পারে।
ইতিমধ্যেই সে গরুদের রূপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। অবশেষে ভারত যোগ থাকা এই গরু বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে ৪০ কোটি টাকায়। একটা গরুর দাম যে ভারতীয় মুদ্রায় ৪০ কোটি উঠতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারবেননা।
কিন্তু সেই দামেই বিক্রি হয়েছে ভিয়াতিনা ১৯। এখনও পর্যন্ত বিশ্বের যে কোনও প্রান্তে যে দামেই কোনও পশু বিক্রি হয়ে থাক না কেন, এর চেয়ে বেশি দামে কোথাও কোনও পশু বিক্রির রেকর্ড নেই।
ফলে সেদিক থেকে বিশ্বের সবচেয়ে দামি পশু হিসাবেও রেকর্ড বুকে নাম তুলেছে ভিয়াতিনা ১৯। তবে কেবল দাম নয়, তার সঙ্গে ভিয়াতিনা ১৯-এর রূপের চর্চাও মুখে মুখে ঘুরছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।