রাশিয়াকে পিছনে ফেলে ২ নম্বরে ব্রাজিল
রাশিয়া প্রায় ২ সপ্তাহ ২ নম্বর অবস্থান ধরে রাখার পর এবার তাকে টপকে গেল ফুটবল ও সাম্বার দেশ ব্রাজিল।
ব্রাসিলিয়া : দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশটাই ব্রাজিল। অ্যামাজন অরণ্য, ফুটবল, সোনালি সমুদ্র সৈকত আর সাম্বা-র জন্য বিখ্যাত এই দেশে করোনা থাবা বসিয়েছিল অনেক আগেই। তবে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছিল না। এবার বাড়তে শুরু করল। আর কদিনের মধ্যে এতটাই বাড়ল যে গোটা বিশ্বের মধ্যে সংক্রমণের তালিকার ২ নম্বরে উঠে এল তারা।
আমেরিকার পর করোনা সংক্রমণে ইউরোপের সব দেশকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এসেছিল রাশিয়া। সেই রাশিয়াকে এদিন পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল ব্রাজিল। ব্রাজিলে এখন সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৩৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২১ হাজারের ওপর মানুষের। ব্রাজিল বলেই নয়, করোনা সংক্রমণ ছড়াচ্ছে লাতিন আমেরিকার অনেক দেশেই। পেরু এতদিন লকডাউনে থেকেও সেখানে লক্ষ পার করেছে সংক্রমণ।
বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৫৩ লক্ষ ৬৫ হাজার পার করেছে। প্রায় ৩ লক্ষ ৪২ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ২১ লক্ষ ৯০ হাজারের মত মানুষ। বিশ্বের মধ্যে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ১ নম্বরে আমেরিকা। আমেরিকায় সংক্রমিতের সংখ্যা ১৬ লক্ষ ৫৫ হাজারের মত। মৃত্যু হয়েছে ৯৮ হাজার মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা