কোন বয়সে বাড়ছে স্তন ক্যানসার, জানালেন চিকিৎসকেরা
একটি বিশেষ বয়সের মহিলাদের মধ্যে হুহু করে বাড়ছে স্তন ক্যানসার। গত ৩ বছরের খতিয়ান নিয়ে সেই চিত্র স্পষ্ট করলেন চিকিৎসকেরা।
বিভিন্ন ধরনের ক্যানসার মানুষের জীবন ছারখার করে দেয়। যার মধ্যে বিশেষত মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি একটা বড় চিন্তা। বিভিন্ন বয়সের মহিলার ক্ষেত্রেই স্তন ক্যানসার দেখতে পাওয়া যায়।
ভারতের একটি প্রথমসারির বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁরা তাঁদের আউটডোর রোগীর তালিকার খতিয়ান থেকে পরিস্কার যে ভারতে এখন একটি বিশেষ বয়সের মহিলারা সবচেয়ে বেশি স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।
চিকিৎসকদের মতে, ৩৫ বছর থেকে ৫০ বছরের মহিলাদের মধ্যে স্তন ক্যানসার হুহু করে বাড়ছে। গত ৩ বছরের খতিয়ান তাই বলছে।
এই বয়সের মহিলারা চিকিৎসকদের কাছে সবচেয়ে বেশি আসছেন স্তন ক্যানসারের সমস্যা নিয়ে। ফলে এটা পরিস্কার যে মধ্য বয়সী মহিলাদের ক্ষেত্রেই স্তন ক্যানসারের ঝুঁকি এখন ভারতে সবচেয়ে বেশি।
চিকিৎসকেরা বলছেন ক্যানসার নিয়ে আসা মহিলাদের মধ্যে ৫০ শতাংশের বেশিই আসছেন স্তন ক্যানসারের সমস্যা নিয়ে।
এসব মহিলাদের মধ্যে ৫৩ শতাংশই আসেন স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে। ৪৭ শতাংশ আসেন একটু দেরিতে। ততক্ষণে তাঁদের স্তন ক্যানসার অনেকটা ছড়িয়ে পড়েছে। যাকে বলে অ্যাডভান্সড স্টেজ।
এই ৪৭ শতাংশের মধ্যে ২০ শতাংশ আসেন স্টেজ ফোর-এ থাকা ক্যানসার নিয়ে। আর ২৭ শতাংশ আসেন স্টেজ থ্রি-এ থাকা স্তন ক্যানসার নিয়ে। স্তন ক্যানসার এখন তরুণী ও যুবতীদেরও ছাড়ছে না। এজন্য চিকিৎসকেরা বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন।
অনেকে চিকিৎসকের কাছে যেতে দ্বিধাবোধ করছেন। অনেকে খুব একটা কায়িক পরিশ্রম করছেন না বা মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতাও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা