স্তন ক্যানসার বুঝবেন কীভাবে, অধিকাংশ মহিলারই আগাম সংকেতগুলি জানা নেই
স্তন ক্যানসার এখন বিশ্বজুড়েই এক মারণ ব্যাধির আকার নিয়েছে। একটি গবেষণা বলছে অধিকাংশ মহিলারই কিন্তু স্তন ক্যানসারের আগাম সংকেতগুলি জানা নেই।
স্তন ক্যানসার এক মারণ ব্যাধিতে পরিণত হয়েছে। যা সারা বিশ্বজুড়ে ক্রমশ মহিলাদের গ্রাস করছে। শুধু মহিলা বলে নয়, কম হলেও কিছু ক্ষেত্রে পুরুষরাও এই মারণ ব্যাধির শিকার হচ্ছেন।
তবে স্তন ক্যানসার প্রধানত মহিলাদের শরীরে সবচেয়ে বেশি প্রকট হচ্ছে। একটি গবেষণা কিন্তু বলছে অধিকাংশ মহিলার জানাই নেই যে স্তনের কোন কোন চিহ্ন স্তন ক্যানসারের আগাম সংকেত দেয়।
অনলাইনে ১ হাজার ১০০ মহিলার ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে অধিকাংশ মহিলার ধারনা স্তন ক্যানসার হলে তাঁর স্তনে একটি ডেলা মত কিছু অনুভব হবে বা অতিরিক্ত মাংসপিণ্ড তৈরি হবে। কিন্তু এর বাইরেও অনেক চিহ্ন রয়েছে যা স্তন ক্যানসারের আগাম সংকেত দেয়।
১৮ বছরের ওপর বিভিন্ন বয়সের মহিলাদের নিয়ে হওয়া এই গবেষণায় দেখা গেছে মাত্র ৪৪ শতাংশ মহিলার জানা আছে স্তনে লালচে দাগ বা ছোপ দেখা গেলে সেটাও স্তন ক্যানসারের চিহ্ন হতে পারে।
৫৬ শতাংশ মহিলার জানাই নেই যে স্তনের চামড়ায় ছোট ছোট ছিদ্র বা চামড়া স্বাভাবিকের চেয়ে বেশি মোটা হয়ে গেলে সেটাও স্তন ক্যানসারের সংকেত হতে পারে।
দেখা গেছে মাত্র ৩৪ শতাংশ মহিলার এটা জানা আছে যে একটি স্তন অন্য স্তনের চেয়ে ভারী অনুভব হলে সেটাও স্তন ক্যানসারের লক্ষ্মণ হতে পারে। আবার একটি স্তন অন্য স্তনের চেয়ে বেশি গরম অনুভব হলেও তা এই মারণ ব্যাধির সংকেত বহন করতে পারে।
চিকিৎসকরা জানাচ্ছেন এই কারণেই ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যানসার স্টেজ ফোর-এ গিয়ে ধরা পড়ছে। মহিলাদের এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা