তাঁর কি স্তন ক্যানসারের ঝুঁকি আছে, কীভাবে বুঝবেন মহিলারা, উপায় জানালেন চিকিৎসকেরা
মহিলাদের মধ্যে স্তন ক্যানসার একটা স্বাভাবিক রোগে পরিণত হয়েছে। কীভাবে আগে থেকেই এ রোগ সম্বন্ধে সচেতন হওয়া যায়, তার উপায় জানালেন চিকিৎসকেরা।
বিশ্বজুড়ে ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে মহিলাদের স্তন ক্যানসার। অনেক ক্ষেত্রেই স্তন ক্যানসার ছড়িয়ে পড়ার পর মহিলারা সে সম্বন্ধে জানতে পারেন। অনেক ক্ষেত্রে তাঁদের স্তন কেটে বাদ দিতে হয়। যা তাঁদের জন্য মানসিক সমস্যারও কারণ হয়ে ওঠে।
এই মারণ ব্যাধি মহিলাদের স্তনে বাসা বাঁধছে কিনা তা আগে থেকে জানতে পারলে কিন্তু এই রোগ প্রতিরোধ সহজ হয়। আগে থেকে যাবতীয় পদক্ষেপ করতে পারেন চিকিৎসকেরা। কিন্তু তার আগে মহিলাদের সচেতন হওয়া প্রয়োজন।
চিকিৎসকেরা জানাচ্ছেন, যে কোনও মহিলার উচিত ৪০ বছর বয়স হলে ম্যামোগ্রাম করানো। আর নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তা করিয়ে যাওয়া।
এতে তাঁর স্তনে ক্যানসার লুকিয়ে বাসা বাঁধার চেষ্টাও করছে কিনা তা পরিস্কার হয়ে যাবে। আর তার আগাম চিকিৎসা হলে তা মূলেই ধ্বংস করা সম্ভব হবে। ছড়িয়ে পড়বে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, ২০২০ সালে বিশ্বজুড়ে ২০ লক্ষ মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৬ লক্ষের প্রাণও কেড়ে নিয়েছে এই মারণ ক্যানসার।
ভারতে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যানসার। ২০২০ সালে ২ লক্ষ মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ৭৬ হাজারের প্রাণ কেড়ে নেয় এই রোগ। চিকিৎসকেরা জানাচ্ছেন, যদি এই রোগ দানা বাঁধার সময়েই ধরা পড়ে যায় তাহলে তা সারিয়ে তোলা সম্ভব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা