স্তন ক্যানসারে আক্রান্ত কিনা তা বাড়িতে সহজেই বোঝার কয়েকটি উপায়
সাধারণভাবে স্তন ক্যানসার মহিলাদের ক্ষেত্রেই বেশি হয়। কোনও মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত কিনা তা তিনি সহজেই বুঝে যাবেন। রইল কয়েকটি সহজ উপায়।
মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসার এখন বিশ্বে দ্রুত ছড়াচ্ছে। ফলে মহিলাদের সতর্ক থাকা জরুরি। যদিও স্তন ক্যানসার এখন নিরাময় যোগ্য। তবে তা যত আগে জানা যাবে ততই ভাল। তাই বিশেষজ্ঞদের পরামর্শ প্রত্যেক মহিলারই উচিত বাড়িতেই স্তন পরীক্ষা করে দেখা। বাড়িতে তিনি একাই এই পরীক্ষা করতে পারবেন।
বিশেষজ্ঞদের পরামর্শ, আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক খুলে মহিলাদের উচিত তাঁদের স্তন পরীক্ষা করে দেখা। আকারে কোনও পরিবর্তন বা স্তনবৃন্তে কোনও রস নিঃসরণ হচ্ছে কিনা তা পরীক্ষা করা।
এরপর হাত দিয়ে স্তনের বিভিন্ন অংশে নানা ভাবে চাপ দিয়ে দেখা যে কোথাও কোনও শক্ত কিছু অনুভব হচ্ছে কিনা। অনেক সময় স্তনে শক্ত মত অনুভব করলে অনেকেই তা স্তন ক্যানসার বলে ধরে নেন। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, তা নয়।
স্তনে এমন শক্ত ভাব এক ধরনের টিউমার। যা ১০টির মধ্যে ৮টিই স্তন ক্যানসার নয়। তবে এমনটা অনুভব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এছাড়া দেখতে হবে স্তনের রং বদল হয়েছে কিনা, স্তন জুড়ে লাল দাগ বা দানার মত দেখা যাচ্ছে কিনা, চুলকাচ্ছে কিনা, ব়্যাশ বার হচ্ছে কিনা। স্তনবৃন্ত চেপে দেখতে হবে তা দিয়ে কোনও রস জাতীয় কিছু নিঃসরিত হচ্ছে কিনা।
স্তনবৃন্তের আকারে পরিবর্তন, স্তনবৃন্ত ভিতর দিকে ঢুকে যাওয়া বা বগলের কাছে ব্যথাও স্তন ক্যানসারের লক্ষ্মণ। এগুলি প্রতিমাসে একবার সময় করে প্রত্যেক মহিলার পরীক্ষা করে দেখা উচিত বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। পরীক্ষার সময় কোনও অস্বাভাবিকতা দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মহিলাদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা