ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার
ক্যানসারের চিকিৎসায় কার্যত যুগান্ত তৈরি করে ফেললেন বসু বিজ্ঞান মন্দির ও আইআইটি গুয়াহাটি-র বাঙালি গবেষকেরা। যা আগামী দিনে এই চিকিৎসার যন্ত্রণাও লাঘব করবে।
আইআইটি গুয়াহাটির গবেষক দেবপ্রতিম দাস এবং বসু বিজ্ঞান মন্দিরের কয়েকজন বাঙালি গবেষক মিলে যা করে দেখালেন তা চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অনন্য দান হয়ে থাকবে।
স্তন ক্যানসারের ক্ষেত্রে একদম লক্ষ্যে পৌঁছে চিকিৎসার জন্য এক ধরনের হাইড্রোজেল তৈরি করে ফেলেছেন তাঁরা। যার মধ্যে স্তন ক্যানসার চিকিৎসার ওষুধ ভরে তা ইনজেক্ট করা যাবে রোগীর দেহে।
তারপর সেই জেল ওষুধ নিয়ে গিয়ে একদম যেখানে ক্যানসার আক্রান্ত কোষ রয়েছে সেখানে আঘাত হানবে। তাও আবার নির্দিষ্ট পরিমাণে ওষুধই বার করবে ওই জেল। যাতে কোনও সমস্যা তৈরি না হয়।
এতে রোগীর কষ্টও লাঘব হবে। এখনও অবশ্য হিউম্যান ট্রায়াল হয়নি। তবে প্রাণির ওপর তা পরীক্ষা করে অসাধারণ ফল পাওয়া গিয়েছে।
ক্যানসার হলে যে অংশে হয়েছে তা বাদ দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এমনও জায়গায় ক্যানসার হতে পারে যেখানে অপারেশন করা অসম্ভব। সেখানে ক্যানসার সারাতে প্রচলিত পদ্ধতি হল কেমোথেরাপি।
কিন্তু কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া খুব একটা সুবিধের নয়। অনেক চিকিৎসকই কেমো দেওয়ার সময় এই সাইড এফেক্ট নিয়ে চিন্তিত থাকেন। রোগীরও কষ্ট হয়।
এসব কিছুই হবেনা এই জেলের মাধ্যমে স্তন ক্যানসারের ক্ষেত্রে সঠিক জায়গায় নির্দিষ্ট পরিমাণে ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। জল ভিত্তিক এই জেল নিয়ন্ত্রিতভাবে সঙ্গে থাকা ক্যানসারের ওষুধ শরীরের মধ্যে প্রবেশ করে নির্গমন করতে থাকে। এই চিকিৎসা পদ্ধতি আগামী দিনে স্তন ক্যানসারের চিকিৎসায় যুগান্ত তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা