Health

জিনগত কারণেই হয় ক্যানসার, জানালেন চিকিৎসক

দেশে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। এরমধ্যেই আরও এক ভয়ানক কথা শোনাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞেরা।

সারা বিশ্বেই স্তন ক্যানসার অনেক মহিলার জীবন কেড়ে নিচ্ছে অকালে। ভারতে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। এরমধ্যেই আরও এক ভয়ানক কথা শোনাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞেরা। দিল্লি এইমসের এক চিকিৎসক এমডি রায়ের দাবি, জিন হল ক্যানসারের কারণ।

যেসব মহিলার স্তন ক্যানসার রয়েছে তাঁরা একইসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসারেও আক্রান্ত হতে পারেন। কারণ এই ২টি ধরনের ক্যানসারই হয় একটি বিশেষ জিনের কারণে। তিনি জানাচ্ছেন, এমন বহু মহিলা আসেন যাঁরা এই ২ ধরনের ক্যানসারেই আক্রান্ত।


অন্য এক চিকিৎসক মালা শ্রীবাস্তব জানাচ্ছেন, দেখা যাচ্ছে যেসব মহিলার স্তন ক্যানসার রয়েছে তাঁদের মধ্যে ৩০-৩৫ শতাংশ মহিলার ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওভারিয়ান ক্যানসার থাকলে আবার স্তন ক্যানসার হতে পারে।

অবশ্য মালা শ্রীবাস্তবের মতে, সেক্ষেত্র সম্ভাবনার মাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম। ওভারিয়ান ক্যানসার থাকলে ১০-১৫ শতাংশ মহিলা স্তন ক্যানসারেও আক্রান্ত হতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button