খারাপ এই অভ্যাসটি স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়াবে, বলছে গবেষণা
বেশকিছু বিষয় এর সঙ্গে জুড়ে রয়েছে বলে সতর্ক করেছেন গবেষকেরা। যা স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সম্ভাবনা ১৩ শতাংশ বৃদ্ধি পায়।
স্তন ক্যানসার এখন সারা বিশ্বেই এক বড় সমস্যা। মেনোপজের আগে স্তন ক্যানসার হোক বা মেনোপজের পরে স্তন ক্যানসার। বেশকিছু বিষয় এর সঙ্গে জুড়ে রয়েছে বলে সতর্ক করেছেন গবেষকেরা। যেমন স্থূলতা একটা বড় সমস্যা। যা স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
গবেষকরা বলছেন, প্রাত্যহিক মদ্যপান করলে কিন্তু স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে। আবার একে স্থূল চেহারা, তার ওপর মদ্যপান আরও সম্ভাবনা বাড়িয়ে দেয়।
গবেষকরা বলছেন, প্রতিদিন মদ্যপান করেন। কিন্তু পরিমাণ অল্প। এমন ভাবার কোনও কারণ নেই যে অল্প মদ্যপান প্রাত্যহিক করলে স্তন ক্যানসারের সম্ভাবনা কম হয়।
বরং প্রাত্যহিক মদ্যপানে মেনোপজের আগে হওয়া স্তন ক্যানসারের সম্ভাবনা ১৩ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে প্রাত্যহিক মদ্যপান মেনোপজ হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে ৬ শতাংশ স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
গবেষকরা দাবি করছেন, এক দশকের মধ্যে প্রাত্যহিক মদ্যপান ও স্থূলতা ৩০ হাজার স্তন ক্যানসার রোগীর জন্ম দেবে। গবেষকরা জানাচ্ছেন, সুস্থ শরীর ও মদ্যপান না করা মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের সম্ভাবনা অনেকটা কমাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা