স্তন ক্যানসার বিশ্বে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরুষদের মধ্যেও স্তন ক্যানসার দেখা গেলেও স্তন ক্যানসারের সিংহভাগ রোগী মহিলা। মহিলাদের মধ্যেই স্তন ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। কী থেকে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস-এর গবেষকেরা স্তন ক্যানসারের এক নতুন কারণের হদিস পেয়েছেন। তাঁরা সে বিষয়ে সতর্কও করেছেন মহিলাদের।
গবেষকদের দাবি, যেসব মহিলা চুলে স্থায়ী ডাই ব্যবহার করেন বা যাঁরা কেমিক্যাল হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটা বেশি। মহিলারা চুলের সৌন্দর্য ও তাকে ফ্যাশনদুরস্ত করে তোলার জন্য অনেক সময় এসব ব্যবহার করে থাকেন। কিন্তু তাতে তাঁরা অজান্তেই স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে ফেলছেন। ৪৬ হাজার ৭০৯ জন মহিলার ওপর পর্যবেক্ষণ চালিয়ে এই তথ্যে উপনীত হয়েছেন গবেষকেরা।
গবেষকরা আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তাঁদের দাবি, যেসব আফ্রিকান মার্কিন মহিলা ডাই বা কেমিক্যাল হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন তাঁদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে ৬০ শতাংশ। আবার সেই ডাই বা কেমিক্যাল হেয়ার স্ট্রেটনার ব্যবহারকারী সাদা চামড়ার মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকি ৮ শতাংশ। আবার যেসব মহিলা ৫ থেকে ৮ সপ্তাহ অন্তর হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন তাঁদের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা