
আশার ফানুস চুপসে দিয়ে চুপচাপ ব্রেক্সিটের পক্ষে রায় দিলেন ব্রিটেনের বড় অংশের মানুষ। বৃহস্পতিবার ভোটের পরও ইঙ্গিত মিলছিল ইউরো থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। থাকার সম্ভাবনা সে তুলনায় অনেক বেশি। এই পূর্বাভাসকে সঠিক মেনে বিশ্ববাজারও চাঙ্গা হয়েছিল। চাঙ্গা হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। কিন্তু এদিন ব্যালট বাক্স খুলতেই সব হিসেব গেল পাল্টে। দেখা গেল ৫১.৯ % ব্রিটেনবাসী ইউরো থেকে ব্রিটেনের বেরিয়ে আসা যাকে ছোট করে বলা হচ্ছে ব্রেক্সিট, তার পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে অর্থাৎ থেকে যাওয়ার পক্ষে পড়েছে ৪৮.১ % ভোট। ৬১৪টি ভোট বাতিল হয়েছে। এই ফলাফল সামনে আসার পরই ব্রেক্সিটপন্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। গণভোটের রায়ের হাত ধরে ব্রেক্সিটে সিলমোহরের এই দিনটিকে ব্রিটেনের স্বাধীনতা দিবস বলেও ব্যাখ্যা করেন তাঁরা। গত বৃহস্পতিবার প্রায় ৫ কোটি ব্রিটেনবাসী ব্রেক্সিট গণভোটে অংশ নেন। লন্ডন ও স্কটল্যান্ড থাকার পক্ষে রায় দিলেও অন্যান্য জায়গার বাসিন্দারা থাকার বিপক্ষে রায় দেন। যা মোট সংখ্যার নিরিখে পাল্লায় ভারী ছিল। এদিকে ব্রেক্সিটের পর ২৮ দেশের ইউরো থেকে বেরিয়ে গেল ব্রিটেন।