Business

ব্রেক্সিটের ধাক্কায় বিশ্ববাজারে বড়সড় পতন

ব্রেক্সিটের বড়সড় প্রভাব পড়ল বিশ্ব অর্থনীতিতে। ফলাফল সামনে আসার পর থেকেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার। পড়তে থাকে ভারতের বাজারও। একসময়ে ১ হাজারের ওপর পড়ে যায় সেনসেক্স। পড়েছে ডলারের সাপেক্ষে টাকার দামও। ডলার পিছু টাকার বিনিময় মূল্য এদিন দাঁড়ায় ৬৮ টাকায়। ১৯৮৫ সালের পর এদিন সবচেয়ে কমেছে ডলারের সাপেক্ষে পাউন্ডের দাম। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির মুদ্রার এমন অবস্থা বিশ্ব বাজারকে অনেকটাই ফেলে দিয়েছে। এদিকে ভারতীয় বাজারে বেহাল দশার কথা মাথায় রেখে তড়িঘড়ি বৈঠকে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অবস্থা সামাল দিতে কি করণীয় তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রকের উপদেষ্টা কমিটি। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে অর্থমন্ত্রক। কয়েক ঘণ্টার ব্যবধানে বাজারের ওপর এমন ধাক্কায় সতর্ক রিজার্ভ ব্যাঙ্কও। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনও জানান পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button