World

লোহিত সাগরে সি লিঙ্ক বানাবে সৌদি-মিশর

Bridge Over Red Seaলোহিত সাগরের ওপর সেতু বানাতে সহমত হল মিশর ও সৌদি আরব। এই সেতু তৈরি হলে তা শুধু দু’দেশের মধ্যে সংযোগই স্থাপন করবে না, দুই মহাদেশ এশিয়া ও আফ্রিকাকে একসূত্রে বাঁধবে। সৌদি আরবের রাজা সলমন ও মিশরের প্রেসিডন্ট আবদেল ফাতা আল সিসি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই সেতু দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা অনেকটাই প্রশস্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সেতুটি তৈরি করতে খরচ পড়বে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২০ থেকে ২৬ হাজার কোটি টাকা। তবে সেতুটি তৈরি সংক্রান্ত আর কিছু এখনও পরিস্কার করে জানান হয়নি। এদিকে সেতু তৈরি নিয়ে উৎসাহ চোখে পড়ার মত হলেও এই পরিকল্পনা নতুন নয়। এর আগেও লোহিত সাগরের ওপর সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা পরে ভেস্তে যায়। তাই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করলে এখনও একটাই উত্তর মিলছে, না আঁচালে বিশ্বাস নেই।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button