National

ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর আর্জি জানালেন সিপিএম নেত্রী

ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স এখন সরকারিভাবে ২১ বছর। সেই বয়স কমিয়ে দেওয়ার দাবি তুললেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। কেন বলছেন তাও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোয় উদ্যোগী হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব সবুজ সংকেত পেয়েছে। নীতি আয়োগ মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব দিয়েছিল। তাতেই মান্যতা দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী দিনে তাই আইন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। কারণ ম্যারেজ এজ বিল এবার সংসদে পেশ করা হবে।

যখন ছেলেদের বিয়ের ন্যূনতম বয়সের সমান মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স করার চেষ্টা চলছে, ঠিক তখনই উল্টে ছেলেদের বিয়ের বয়স কমিয়ে ১৮ করার আর্জি জানালেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। এই বর্ষীয়ান বাম নেত্রী তাঁর এই দাবির কারণও স্পষ্ট করেছেন।


বৃন্দা কারাত জানিয়েছেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর চেষ্টা আদপে লিঙ্গ বৈষম্যের উদাহরণ। তাই যদি সরকার কিছু করতে চায় তাহলে মেয়েদের ন্যূনতম বয়সে ছেলেদের বিয়ের বয়স নামিয়ে আনুক।

একটি মেয়ে যদি ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারেন, তাহলে তিনি বিয়ে করতে পারবেন না কেন সে প্রশ্নও উঠেছে। মেয়েদের বিয়ের বয়স নিয়ে এত চিন্তা না করে মেয়েদের শিক্ষা ও পুষ্টি নিয়ে জোর দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন বৃন্দা।


প্রসঙ্গত মেয়েদের বিয়ের বয়স নিয়ে সংসদে আসতে চলা ম্যারেজ এজ বিল-এর এখন থেকেই প্রবল বিরোধিতা শুরু করেছে সিপিএম।

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই বিলটির বিরোধিতা করে তা অবিলম্বে স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা ও গভীর বিশ্লেষণের জন্য পাঠানোর দাবি তুলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button