Business

কলকাতাকে গুডবাইয়ের পথে ব্রিটানিয়া, কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা

তিলোত্তমার জন্য এটা মোটেও সুখের কথা নয়। বিখ্যাত বিস্কুট সংস্থা ব্রিটানিয়া তাদের উৎপাদন গুটিয়ে নেওয়ার পথে বলেই খবর। যা শহরের শিল্প মানচিত্রে ধাক্কা হতে চলেছে।

এতদিন ধরে চলা উৎপাদন এ শহর থেকে গুটিয়ে নিতে চলেছে বিখ্যাত বিস্কুট সংস্থা। অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে যা পরিস্থিতি তাতে ৬ একর জমির ওপর তারাতলার এই ইউনিটে তালা পড়া সময়ের অপেক্ষা।

একসময় কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নিয়ে এই কারখানা চালু করা হয়েছিল। এবার সেই ইউনিট বন্ধের পথে। কিন্তু কেন এমন মনে হচ্ছে? সংস্থা তো এখনও একটা কথাও জানায়নি!


এমন খবর ছড়ানোর কারণ ব্রিটানিয়া সংস্থার ওই ইউনিটে কর্মরত স্থায়ী কর্মীদের জন্য বিশেষ ঘোষণা। যে ১২০ জন স্থায়ী কর্মী সেখানে কর্মরত তাঁদের জন্য বিশেষ ভিআরএস প্যাকেজ দিচ্ছে সংস্থা।

ওই ইউনিটের কর্মী এবং কর্মী ইউনিয়নের সঙ্গে কথা বলেই ভিআরএস-এর প্যাকেজ স্থির হয়েছে। ১৩ লক্ষ থেকে ২২ লক্ষ টাকা এককালীন দেওয়া স্থির হয়েছে। এছাড়া কর্মীরা তাঁদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সবই পাবেন।


আদৌ ব্রিটানিয়া তারাতলা থেকে তাদের উৎপাদন কারখানা গুটিয়ে নেওয়ার পথে হাঁটছে কিনা বা কেন ওই ইউনিটের সব স্থায়ী কর্মীকে ভিআরএস দেওয়ার পথে তারা হাঁটছে, তার কোনও সদুত্তর সংস্থার তরফে দেওয়া হয়নি।

কার্যত বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সংস্থা। এদিকে যদি সত্যিই ওই কারখানা বন্ধই হয় তাহলে যে ২৫০ জন অস্থায়ী কর্মীও সেখানে কাজ করেন তাঁদের কি ব্যবস্থা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button