
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোয় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস। চারদিন আগেই প্যারিস হামলার অন্যতম চক্রী আবদেসসালাম গ্রেফতার করা হয়েছে বেলজিয়াম থেকেই। এদিনের বিস্ফোরণের মধ্যে দিয়ে আইএস জঙ্গিরা আবদেসসালামের গ্রেফতারির প্রতিশোধ নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিমানবন্দর ও মেট্রো স্টেশন মিলিয়ে এদিনের বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা ছিল যথেষ্ট। ফলে বিমানবন্দর ও মেট্রো স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণ স্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।