
বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে অভিযুক্ত ৩ জনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করল বেলজিয়াম পুলিশ। এদের মধ্যে ২ জনের নাম খালিদ বাকরাওয়ি ও ইব্রাহিম বাকরাওয়ি। এই দুই ভাই আত্মঘাতী জঙ্গি হিসাবে বিমানবন্দরে ঢুকেছিল। ফলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। ইউরোপের বিভিন্ন দেশের পুলিশ তাদের চিনত। কুখ্যাত অপরাধী হিসাবে দুজনেরই পুলিশের খাতায় নাম ছিল। ছবিতে তৃতীয়জনকে এদের ঠিক পাশেই মাথায় টুপি দিয়ে হাঁটতে দেখা যায়। পুলিশের দাবি এই তৃতীয় জঙ্গির নাম নাজিম লাচরাউয়ি। প্যারিস হামলার সঙ্গে এর প্রত্যক্ষ যোগাযোগ ছিল। নাজিমের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে এদিন সকালে ফ্রান্সের তুলুজ বিমানবন্দরে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। মুহুর্তে গোটা বিমানবন্দর ফাঁকা করে দেওয়া হয়। যদিও পরে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া না যাওয়ায় ফের বিমানবন্দর খুলে দেওয়া হয়। এদিন দিল্লি বিমানবন্দরেও দুপুরের দিকে বোমাতঙ্ক ছড়ায়। বিমানবন্দর সূত্রের খবর, একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থার বেশ কয়েকটি বিমানে বোমা রাখা আছে বলে বিমানবন্দরে উড়ো ফোন আসে। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি। যদিও কিছু পাওয়া যায়নি।