এই প্রথম ৩৯ হাজার পার করল ভারতীয় শেয়ার বাজার। যদিও দিনের শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাজার। কিন্তু এদিন বাজার খোলার পর দ্রুত সেনসেক্স ৩৯ হাজারের গণ্ডি পার করে যায়। যা অবশ্যই মুম্বই শেয়ার বাজারের জন্য একটা রেকর্ড। ৩৯ হাজার ১১৫ পয়েন্ট পর্যন্ত চড়ে বাজার। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য তা পড়ে যায়। মেটাল, আইটি, টেলিকম, অটো সেক্টরের শেয়ার কেনার ধুমের জেরেই বাজার ৩৯ হাজার পার করে যায়। দুপুরের দিকে আবার ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার বিক্রি করার ধুম পড়ায় বাজার কিছুটা পড়ে যায়।
সোমবার দিনের শেষে ৩৯ হাজার থেকে পড়লেও বাজার উর্ধ্বমুখী অবস্থায় বন্ধ হয়েছে। দিনের শেষে সেনসেক্স ১৯৯ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৩৮ হাজার ৮৭২ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্সের হাত ধরে এদিন চড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। দিনের শেষে ৪৫ পয়েন্ট চড়ে নিফটি বন্ধ হয় ১১ হাজার ৬৬৯ পয়েন্টে।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, ভারতীয় বাজারে এই চাঙ্গা ভাব যদি বজায় থাকে তাহলে আপাতত স্থায়ীভাবেই ৩৯ হাজারের ওপর পৌঁছে থাকবে সেনসেক্স। এদিন ছিল নতুন অর্থবর্ষের প্রথম দিন। সেদিন বাজার ভাল যাওয়ায় খুশি দালাল স্ট্রিট। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো ও মার্চে ভাল জিএসটি সংগ্রহের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা