কলকাতার মানুষের নেপাল ভ্রমণের ঝোঁক আজকের নয়। ফলে বহু মানুষই নেপালে বেড়াতে যান। নামেন কাঠমান্ডুতে। তারপর সেখান থেকে অন্যত্র ঘুরতে যান। এই কাঠমান্ডু পর্যন্ত যাওয়ার জন্য তাঁরা আকাশপথ বেছে নেন। কারণ তা ছাড়া সড়কপথে পৌঁছনো অনেক বেশি কষ্টকর। উল্টোটাও হয়। নেপাল থেকে বহু মানুষ কলকাতায় আসেন। এতদিন কলকাতা থেকে কাঠমান্ডুর মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন বিমান সংস্থার বিমান ছিল ভরসা। এবার সেই তালিকায় যুক্ত হল বুদ্ধ এয়ার।
বুদ্ধ এয়ার হল নেপালের সবচেয়ে বড় বিমান পরিবহণ সংস্থা। তারা এতদিন কলকাতা-কাঠমান্ডু বিমান পরিষেবা চালু না করলেও এবার করল। সোমবার থেকে চালু হল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সরাসরি বুদ্ধ এয়ারে উড়ে যাওয়ার সুবিধা। সোমবার বুদ্ধ এয়ারের প্রথম বিমানটি কলকাতার মাটি ছোঁয় ৫৬ জন যাত্রীকে নিয়ে। তারপর এখান থেকে কাঠমান্ডু উড়ে যায় ৬৪ জন যাত্রী নিয়ে।
বুদ্ধ এয়ার সোমবার থেকে কলকাতা-কাঠমান্ডু পরিষেবা শুরু করলেও তা আপাতত প্রত্যেকদিন হবে না। সপ্তাহে আপাতত ৩ দিন এই যাতায়াত চলবে। আগামী দিনে যাত্রীদের চাপ ও চাহিদা বুঝে বিমান বাড়ানোর কথা হয়ত ভেবে দেখবে বুদ্ধ এয়ার কর্তৃপক্ষ। তবে কলকাতা ও কাঠমান্ডুর মধ্যে এই বিমান পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি বাণিজ্য মহল। পাশাপাশি খুশি ভ্রমণ পিপাসু মানুষজনও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা