প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গত শুক্রবার রাত সওয়া আটটা নাগাদ প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। সেখানে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। ৫ সদস্যের চিকিৎসকদের বোর্ড গঠন করে চিকিৎসা চলতে থাকে। ঘণ্টা খানেকের মধ্যেই কিছুটা সুস্থ হন তিনি। হাসপাতালের তরফে তখন জানানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। শনিবারও তেমনই জানাল হাসপাতাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুকে বাইপ্যাপেই রাখা হয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৭৫ বছর বয়স্ক বুদ্ধদেব ভট্টাচার্যের একটি দীর্ঘকালীন সিওপিডি সমস্যা রয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে। নিউমোনাইটিস রয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণ কম। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আছে। তাছাড়া রক্তে লোহিত কণিকা কম। তাঁর অ্যানিমিয়ার সমস্যা রয়েছে। তবে তাঁকে ১ বোতল রক্ত দেওয়া হয়েছে। এখন ব্লাডপ্রেসার যা রয়েছে তাতে চিকিৎসকেরা খুশি। তবে তাঁকে বাইপ্যাপ সাপোর্টেই রাখা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর বাড়িতেই চিকিৎসা চলছিল। কারও সাহায্য নিতে অরাজি বুদ্ধদেববাবুর এই হাসপাতালের খরচ তাঁর দল বহন করবে বলে জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি গত রাতেই হাসপাতালে হাজির হন। এসেছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেবরা। এছাড়া খবর পেয়েই ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ছিলেন তিনি হাসপাতালে। এছাড়া বুদ্ধদেববাবুর স্ত্রী ও কন্যা সবসময় তাঁর পাশে রয়েছেন।