প্রকৃতির খেলায় ৭টি ফুটোর গুহায় রয়েছে বিশাল হল, সবুজ ঘাসের জমি
এমন গুহা কেউ কখনও দেখেছেন কি যেখানে গুহার মধ্যে থাকে বিশাল ঘাস জমি। থাকে অতিকায় এক হল। আলো আর গাছপালার অভাব হয়না এ গুহায়।
বিচিত্র এ গুহার বৈচিত্র্য একটা নয়, অনেক। প্রতিটি বৈচিত্র্যই মানুষকে অবাক করে। এ গুহার একটি বৈশিষ্ট্য হল এক বিশালত্ব। এমন পেল্লায় গুহা এ পৃথিবীতে বড় একটা দেখতে পাওয়া যায়না। গুহা বলতে যা চোখের সামনে ফুটে ওঠে অর্থাৎ পাহাড়ের কোথাও পাথরের মাঝে একটা বড় গর্ত। যার মধ্যে দিয়ে মানুষ প্রবেশ করে ভিতরে ঢুকলেই অন্ধকার।
চারপাশে খুব কাছেই পাথরের দেওয়াল। মাথাও অনেক সময় নিচু করে ভিতরে প্রবেশ করতে হয়। এ গুহা কিন্তু তা নয়। গুহাটি একেই বিশাল। তার ওপর এর মাথার কাছে বিশাল ৭টি বিভিন্ন মাপের ফুটো রয়েছে। যেখান দিয়ে প্রচুর সূর্যালোক গুহার মধ্যে এসে পড়ে।
গুহায় প্রবেশের পথটিই চওড়ার ১১৫ ফুট আর উচ্চতায় ১০০ ফুট। গুহায় প্রবেশ করার পর সকাল হলে প্রচুর আলো ঝলমল করে। সেখানেই রয়েছে একটি ২ হাজার ৪০০ বর্গ মিটারের অতিকায় হলের মত।
বিশাল ছড়ানো জায়গা নিয়ে এই হলের উচ্চতা প্রায় ২০০ ফুট। গুহায় সবুজের অভাব নেই। ঘাসে ভরা মেঝে। অনেক জায়গায় ঘাসের সঙ্গে ছোট ছোট গাছেরও দেখা মেলে।
এমন ছড়ানো ছিটানো সবুজ ঘাস, গাছে ভরা, সূর্যের আলোয় ঝলমলে গুহা বড় একটা দেখা যায়না। তবে এ গুহার বিশেষত্ব আরও একটা রয়েছে।
এ গুহায় প্রচুর বাদুড়ের বাস। প্রায় ৩০ হাজার বাদুড় এখানে বাস করে। বুলগেরিয়ার দেবতাকি নামে একটি গ্রামের কিছুটা দূরে প্রকৃতির মাঝে এই দেবতাক্ষ গুহা বিশ্বের অন্যতম বিশাল গুহা বলেই পরিচিত।