Lifestyle

বাসেই পৌঁছনো যাবে দিল্লি থেকে লন্ডন, ভাড়া ১৫ লক্ষ টাকা

এবার বাসেই পৌঁছে যাওয়া যাবে লন্ডন। দিল্লি থেকে বাসে লন্ডন পৌঁছনো যাবে। ভাড়া পড়বে মাথা পিছু ১৫ লক্ষ টাকা।

নয়াদিল্লি : একসময় লন্ডন যাতায়াতের জন্য জাহাজ ছিল একমাত্র ভরসা। সেই দীর্ঘ যাত্রার ক্লান্তি মুছে সময় বাঁচিয়ে দ্রুত লন্ডন পৌঁছে দিতে শুরু হল বিমান পরিষেবা। এখন বিমানেই মানুষ লন্ডন যাতায়াত করে থাকেন। কিন্তু শখ বড় জিনিস। তাই কারও যদি মনে হয় তিনি জলপথে বা আকাশপথে নয়, টানা সড়কপথেই লন্ডন পৌঁছতে চান, তবে সেই ইচ্ছা আর স্বপ্ন নয়। হতে চলেছে বাস্তব। কারণ দিল্লি থেকে লন্ডন বাস পরিষেবা চালু করছে একটি বেসরকারি সংস্থা। এই সফরের কথা তারা স্বাধীনতা দিবসেই স্পষ্ট করে দিয়েছে। কেমনভাবে হবে এই বাসে লন্ডন পৌঁছনো। তাও বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়েছে তারা।

গুরুগ্রামের ওই বেসরকারি পর্যটন সংস্থা জানিয়েছে বাস ছাড়বে দিল্লি থেকে। যাবে লন্ডন। পুরোটাই সড়কপথে। একটি বিলাসবহুল বাসে হবে যাত্রা। যাতে ২০টি আসন থাকবে। অর্থাৎ সর্বোচ্চ ২০ জন যাত্রীকেই বাসে নেওয়া যেতে পারে। এছাড়া থাকবেন ২ জন বাস চালক, ১ জন হেল্পার এবং ১ জন গাইড। তবে দিল্লি থেকে লন্ডন টানা একই গাইড থাকবেন না। যাত্রাপথের বিভিন্ন জায়গায় বদলে যাবে গাইড।


এই বাস যাত্রার নাম দেওয়া হয়েছে বাস টু লন্ডন। মূলত পর্যটনের কথা মাথায় রেখেই এই বিশেষ বন্দোবস্ত। ঘুরতেই মানুষ এই বাসে চড়ে বসবেন। দিল্লি থেকে লন্ডন যাত্রা সড়কপথে কেমন হতে পারে তা চাক্ষুষ করতে পারবেন। ২০ হাজার কিলোমিটারের যাত্রাপথে দেখতে পাবেন নানা দেশ। যে যে দেশের ওপর দিয়ে বাসটি যাবে সেগুলি হল মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটাভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেকপ্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। তারপর সেখান থেকে লন্ডন। এই হবে রুট।

দিল্লি থেকে লন্ডন পৌঁছতে সময় লাগবে ৭০ দিন। এই প্রায় ২ মাস ১০ দিনের সফরে বাসের চাকা গড়াবে ১৮টি দেশের ওপর দিয়ে। সবকটি দেশকে বাসে যেতে যেতে দেখার সঙ্গে সেখানে কিছুটা সময় কাটানোর সুযোগ পাচ্ছেন যাত্রীরা। এও এক অনন্য অভিজ্ঞতা। ভিসা নিয়েও নিশ্চিন্ত করেছে ওই পর্যটন সংস্থা। যাত্রীদের জন্য ভিসার ব্যবস্থা তারাই করে দেবে। তবে এই অচেনা সফরে মাথাপিছু খরচ পড়বে ১৫ লক্ষ টাকা। বাস ভাড়া বাবদ ১৫ লক্ষ টাকা দিলেই লন্ডন পৌঁছন নিশ্চিত।


তবে এখনই শুরু হচ্ছেনা এই পরিষেবা। এখনও যা ঠিক আছে তাতে ২০২১ সালের মে মাসে প্রথম বাসটির দিল্লি থেকে যাত্রা শুরুর কথা। তবে এখনও বাসের টিকিটের রেজিস্ট্রেশন শুরু হয়নি। করোনা পরিস্থিতির কারণে তা এখনও চালু করেনি সংস্থা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button