মোবাইল সংযোগের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে এয়ারটেলের হাতে। মোট বাজারের শতাংশের হিসাবে প্রায় ৩৩ শতাংশ। তার পিছনেই রয়েছে ভোডাফোন। তার পিছনে আইডিয়া। অনেক ফ্রি দিয়েও বাজারের মাত্র ১৩ শতাংশই দখলে রয়েছে জিও-র। এই অবস্থায় এয়ারটেলের বাজারকে টপকে যেতে নিজেদের মধ্যে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছে ভোডাফোন ও আইডিয়া। এ নিয়ে বেশ কয়েকপ্রস্থ আলোচনাও হয়ে গিয়েছে দুই সংস্থার কর্তাদের মধ্যে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এদিকে সত্যিই যদি ভোডা-আইডিয়া হাত মেলায় তবে তাদের মোট বাজার দাঁড়াবে ৪৩ শতাংশ। অর্থাৎ ভারতের প্রায় অর্ধেক বাজারই চলে আসবে তাদের হাতে। এখন সত্যিই তা হয় কিনা তা কিছুদিনের মধ্যেই পরিস্কার হয়ে যাবে।