দেশের ২ মোবাইল সংযোগপ্রদানকারী সংস্থা ভোডাফোন ও আইডিয়া মিশে যাচ্ছে এ খবর আগেই জানা ছিল সকলের। শুক্রবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ করল ২ সংস্থা। ফলে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থায় পরিণত হল এই যুগলবন্দি। ২টি সংস্থা মিলে যাওয়ায় এই মুহুর্তে ২টি সংস্থার গ্রাহক সংখ্যা মিলিয়ে দাঁড়াল ৪০৮ মিলিয়ন। অর্থাৎ ৪০ কোটি ৮ লক্ষ। যা দেশের ব্যবসা করা সমস্ত মোবাইল সংযোগপ্রদানকারী সংস্থার চেয়ে অনেক বেশি।
২টি সংস্থা আনুষ্ঠানিকভাবে মিশে যাওয়ার পর কিন্তু তারা জিও-কে কড়া টক্কর দিতে প্রস্তুত। অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই ভারতী এয়ারটেলও। ফলে বাজার দখল নিয়ে আগামী দিনে নতুন নতুন অফার নিয়ে হাজির হতে পারে ভোডাফোন আইডিয়া। পাল্টা জিও বা এয়ারটেল টক্কর দিতে কী করে সেদিকে চেয়ে সকলে। কারণ এতে গ্রাহকদের সুযোগসুবিধা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। বাজার দখল করতে কম খরচে বেশি ডেটা বা কথা বলার সুযোগ নিয়েই এবার শুরু হবে নতুন কর্পোরেট লড়াই।